কাঁঠালিয়ায় আগুনে পুড়ে গেল ৭টি দোকান

অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলার আমুয়া বন্দর বাজারের সাতটি দোকানের মালামাল পুড়ে গেছে
ছবি: প্রথম আলো

ঝালকাঠির কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোররাত চারটার দিকে উপজেলার আমুয়া বন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাঁঠালিয়া ও বামনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোররাতে সিদ্দিক মিয়া নামের এক ব্যক্তির আটা–রুটির দোকানের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের আরও ছয়টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে আসার আগেই সাতটি দোকানের মালামাল পুড়ে যায়।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আমুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন গোলদার বলেন, অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা তাঁদের মালামাল রক্ষা করতে পারেননি। সব মিলিয়ে ৮১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি রুটির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা এখনো নিশ্চিত নয়। তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।