বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ফেরদৌসী

চাঁদপুর জেলার মানচিত্র

অসুস্থ বাবা মকবুল হোসেন ব্যাপারীর সেবা করার পাশাপাশি এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ফেরদৌসী আক্তার। বুধবার সকাল ১০টায় ছিল তার এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। অথচ এর আগে সকাল সাতটায় মারা যান অসুস্থ বাবা মকবুল হোসেন। বাবার লাশ ঘরে রেখে কান্নাভেজা চোখেই পরীক্ষার হলে যেতে হয় এই শিক্ষার্থীকে।

চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।

মকবুল হোসেন ভাটেরগাঁও গ্রামের আবুল হাশেম ব্যাপারীর ছেলে। তিনি একজন দিনমজুর ছিলেন। অধিকাংশ সময় কৃষিকাজ করতেন। দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিলেন মকবুল হোসেন। এর আগে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

ফেরদৌসী আক্তার সদর উপজেলার শাহাতলী জোবাইদা বালিকা উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশ নিচ্ছে।

ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল রুশদী প্রথম আলোকে বলেন, ‘ফেরদৌসী একজন মেধাবী শিক্ষার্থী। বাবাকে হারিয়ে শোকে কাতর হলে পড়েছিল সে। পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে পরীক্ষাকেন্দ্রে পাঠান। আমরাও হলে তার খেয়াল রেখেছি, সহানুভূতি জানিয়েছি। শেষ পর্যন্ত ভালো পরীক্ষা দিয়েছে সে।’