দুই যানের ধাক্কা নিয়ে ঝগড়া, জান গেল একজনের
সিলেটের কানাইঘাটে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার জেরে বাগ্বিতণ্ডায় জড়িয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁর নাম আলমগীর হোসেন (৩২)। তিনি কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের বাসিন্দা। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাছবাড়ি বাজারের পল্লী বিদ্যুৎ মোড়ে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কানাইঘাটের গাছবাড়ি বাজারের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন আলমগীর হোসেন। এ সময় একই এলাকার দুই যুবক মোটরসাইকেলে যাওয়ার সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে আলমগীরের সঙ্গে মোটরসাইকেলের দুই আরোহীর বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে মোটরসাইকেল আরোহীরা আলমগীরকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন এগিয়ে গেলে মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আলমগীরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে আরোহীদের ফেলে যাওয়া মোটরসাইকেলে আগুন দিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আলমগীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। জড়িত আরেকজনের সন্ধান করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।