পুলিশের জবাবদিহির দাবিতে চট্টগ্রামে থানা ঘেরাও

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চট্টগ্রামের খুলশী থানার সামনে বিক্ষোভ করে এলাকার ছাত্র–জনতা। আজ দুপুরেছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে চট্টগ্রাম নগরের খুলশী থানা ঘেরাও করেছেন স্থানীয় ছাত্র-জনতা। আজ রোববার বেলা তিনটার দিকে খুলশী থানা সাধারণ জনগণ ও ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়৷

এদিন ব্যানার হাতে খুলশী থানার প্রবেশ ফটকের সামনে অবস্থান নেন ছাত্র-জনতা। এ সময় ছিনতাই, হত্যা, ধর্ষণের মতো ঘটনায় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের দাবি জানান তাঁরা। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অপরাধে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়। এর আগে তাঁরা থানা অভিমুখে পদযাত্রা করেন।

এতে বক্তব্য দেন মো. মুসা, আবু জাফর, তানভীর খান, নবাব সলিম উল্যাহসহ আরও অনেকে। তানভীর খান বলেন, দেশে যখন সব থানায় হামলা হয়েছে, তখন জনগণ এই থানা পাহারা দিয়েছে। তার বিনিময়ে পুলিশ কিছুই দেয়নি। বরং নীরব ভূমিকা পালন করেছে। চাঁদাবাজি, হামলা এসব বিষয়ে পুলিশ এখনো নীরব।

বক্তারা বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কেন কথা বলছে না? পুলিশ কেন নীরব, তার জবাবদিহি করতে হবে। ছাত্র-জনতা থানার নিরাপত্তা দিতে পেরেছে। তাহলে পুলিশ কেন জনগণের নিরাপত্তা দিতে পারছে না? পুলিশকে জবাবদিহি করতে হবে। সবার সামনেই জবাব দিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, ছাত্রসমাজ বিভিন্ন দাবিতে থানার সামনে অবস্থান নিয়েছিল। আধা ঘণ্টার মতো তাঁরা সেখানে ছিলেন। আলোচনার পর তাঁরা চলে গেছেন।