গাজীপুরে নারীকে ‘শ্বাসরোধ করে হত্যা’, লাশ পড়ে ছিল গলিতে

হত্যা
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর আমবাগ পশ্চিমপাড়া এলাকার একটি গলি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম–পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স ২৫ থেকে ৩০ বছর।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের আমবাগ পশ্চিমপাড়া আকসা মসজিদের পাশে নজরুল ইসলামের বাড়ির পেছনের গলিতে স্থানীয় লোকজন আজ সকাল ৬টার দিকে আবর্জনা ফেলতে যান। এ সময় সেখানে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, গত রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে লাল-সাদা প্রিন্টের কামিজ, হলুদ সালোয়ার ও আকাশি রঙের জ্যাকেট ছিল।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ বলেন, লাশটি শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। লাশ শনাক্ত হওয়ার পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।