কুমিল্লায় বিএনপির মিছিলে পুলিশের বাধা, ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি, আহত ১০

পরিস্থিতি সামাল দিতে কাজ করে পুলিশ। শুক্রবার সকালে কুমিল্লা নগরের মনোহরপুর এলাকায়ছবি: প্রথম আলো

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাকে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এ সময় নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশও রাবার বুলেট ও কাঁদানের গ্যাসের শেল ছুড়ে। এতে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দলটির দুই নেতা রাবার বুলেট ও কাঁদানের গ্যাসের শেলে বিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা নগরের ১১ নম্বর ওয়ার্ডের নিমতলি এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির দাবি, পুলিশের ছোড়া রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেলে দলের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা দুজন হলেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য মো. ফরিদ (৪৭) ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন (৪১)।

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার লক্ষ্যে বিএনপির উদ্যোগে কুমিল্লা নগরের সদর হাসপাতাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলি এলাকায় এলে পুলিশ বাধা দেয়। পুলিশকে লক্ষ্য করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। তখন পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং রাবার বুলেট ও কাঁদানের গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গুলিবিদ্ধ হন। এ সময় ৩ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা নগরের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন বলেন, ‘পুলিশ বিনা উসকানিতে আমাদের মিছিলে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় ফাঁকা গুলিবর্ষণ করে। আমাদের দুজন নেতা গুলিবিদ্ধ হন। এর মধ্যে মোবারকের বুকে ও পিঠে গুলি লাগে। ফরিদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি লেগেছে।’

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, ভোটের আগে নাশকতার উদ্দেশ্যে বিএনপি মিছিল করে। মিছিলে পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের তিনজন সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানের গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।