চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৪১ জন

ডেঙ্গুফাইল ছবি: বাসস

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারী মারা গেছেন। তাঁর নাম সেলিনা আকতার (৩৬)। আজ মঙ্গলবার নগরের আন্দরকিল্লার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হলো।

আজ বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। একজন মারা যাওয়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) চট্টগ্রামে ৪১ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা যায়, মারা যাওয়া সেলিনা আকতার নগরের বন্দর এলাকার বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তাঁকে গতকাল রাতে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এবার মোট ২ হাজার ১৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৫০ জন ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জনই নারী। সবচেয়ে বেশি ১১ জনের মৃত্যু হয় গত সেপ্টেম্বরে। ওই মাসে মোট ৯০৭ জন বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসা নিয়েছিলেন।