আত্মসমর্পণ করা চরমপন্থী সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

গ্রেপ্তার
প্রতীকী ছবি

পাবনায় আবদুর রাজ্জাক শেখ (৩৮) নামে চরমপন্থী দলের সাবেক সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে নিহত ব্যক্তির ভাই ইকবাল হোসেন বাদী হয়ে ১২ জনের বিরদ্ধে মামলাটি করেন। র‍্যাব ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার দুজন হলেন পাবনা জেলা সদরের মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামের রফিকুল ইসলাম (৩৮) ও বালুচড়া গ্রামের সোহেল রানা (৩২)। তাঁদের আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার মো. এহতেশামুল হক খান জানান, মামলার পরপরই আসামিদের ধরতে র‌্যাব মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মনোহরপুর গ্রাম থেকে রফিকুল ইসলাম ও আজ ভোরে বালুচড়া গ্রাম থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, ঘটনার পরদিন সোমবার রাতে নিহত ব্যক্তির ভাই থানায় এসে একটি হত্যা মামলা করেন। মামলায় বাদী পূর্বশত্রুতার জেরে তাঁর ভাইকে হত্যার অভিযোগ তুলেছেন। ওই মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার ওসি রওশন আলী প্রথম আলোকে বলেন, আসামিদের ধরতে অভিযান চালানো হয়েছে। র‌্যাব দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিহত আবদুর রাজ্জাকের বাড়ি জেলা সদরের গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। গত রোববার রাতে তিনি গয়েশপুর বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ থেকে ছয়জন মুখোশধারী যুবক এসে তাঁকে পরপর তিনটি গুলি করে পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ নিয়ে আজ প্রথম আলোতে ‘পাবনায় আত্মসমর্পণ করা চরমপন্থী সদস্যকে গুলি করে হত্যা’ একটি সংবাদ প্রকাশিত হয়েছে।