সিলেটে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট

সিলেটে ধর্মঘটের দ্বিতীয় দিনে লাক্কাতুরা এলাকায় অলস পড়ে আছে পণ্যবাহী ট্রাক
ছবি: প্রথম আলো

সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী পরিবহনের ধর্মঘট চলছে। গতকাল সোমবার সকাল ছয়টা থেকে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। এতে পুরো জেলায় পণ্যবাহী যান চলাচল বন্ধ আছে।

কাল বুধবার সকাল ছয়টা পর্যন্ত ধর্মঘট চলার কথা আছে। তবে আজ বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন নেতাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পরিবহনশ্রমিকদের এক নেতা প্রথম আলোকে বলেন, আজ বিকেলে পরিবহনের শ্রমিক ও মালিক নেতারা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করবেন। এতে একটি সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে।

জানতে চাইলে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ বলেন, পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে চলমান ধর্মঘটের পরবর্তী বিষয় নিয়ে আলোচনা চলছে। আজকেই ধর্মঘটের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তবে এর আগে গত রোববার জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছিলেন, পাথর কোয়ারি খুলে দেওয়ার ক্ষমতা জেলা প্রশাসনের নেই। বিষয়টি তিনি পরিবহননেতাদের জানিয়েছেন। তবে ৩ নভেম্বর মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল সিলেটে আসার কথা আছে। ওই প্রতিনিধিদলের কাছে পরিবহননেতাদের দাবি উপস্থাপনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তবে পরিবহনশ্রমিক ও মালিক সংগঠনের নেতারা বিষয়টি মানেননি।

এদিকে চলমান পণ্যবাহী পরিবহন ধর্মঘটের কারণে নগরের প্রবেশপথ ও শহরতলি এলাকায় পণ্যবাহী পরিবহনগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুই দিনের ধর্মঘটের প্রভাব বাজারে পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ক্রেতারা। বিশেষ করে সিলেটের কাঁচাবাজারে মালামাল কম আসছে বলে জানিয়েছেন আড়তদারেরা।