মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। ওই কিশোরের নাম অবয়ব আহমেদ (১৬)।
আজ বুধবার বেলা একটার দিকে উপজেলার নয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অবয়ব ওই এলাকার অপূর্ব সূচনার ছেলে। সে স্থানীয় ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, দুপুর ১২টার দিকে ওই কিশোর তার দুই বন্ধুর সঙ্গে কলেজের পেছনে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে তারা ভাসতে ভাসতে স্কুল থেকে ৪০০ মিটার পূর্বে মুন্সিগঞ্জ লঞ্চঘাট চলে আসে। সে সময় দুজন তীরে উঠতে পারলেও অবয়ব আহমেদ স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যায়।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন বলেন, স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। নদীতে প্রচণ্ড স্রোত আছে, গভীরতাও ৮০ থেকে ১০০ ফুট। নিখোঁজ ছাত্রের খোঁজে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও সদর থানা–পুলিশের সদস্যরা কাজ করছেন। বেলা সাড়ে তিনটা পর্যন্ত খোঁজ মেলেনি।
মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। স্রোতের কারণে কিশোরের দেহ এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়ার আশঙ্কা আছে।