দর্শনা সীমান্তে প্রায় দেড় লাখ ডলারসহ এক ব্যক্তি আটক

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার, ১০ হাজার ইউরোসহ শেখ তপন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বেলা ১০টায় দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির সদস্যরা তাঁকে আটক করেন। শেখ তপন মুন্সিগঞ্জ সদর উপজেলার টঙ্গিবাড়ী শেখ জালাল উদ্দিনের ছেলে। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচার হবে—এমন গোপন খবর ছিল। এর ভিত্তিতে বিজিবির একটি দল চেকপোস্টে অবস্থানরত যাত্রী শেখ তপনের ট্রলিব্যাগ তল্লাশি করে।

এ সময় ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার, ১০ হাজার ইউরো উদ্ধার করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় মামলার প্রস্তুতি চলছে। ডলার ও ইউরোগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।