রূপগঞ্জে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক দোকান

আগুন নিয়ন্ত্রণের পর ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রোববার সকাল ১০টায় রূপগঞ্জ উপজেলার গাউসিয়া কাঁচাবাজারেছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাত তিনটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঢাকা–সিলেট মহাসড়কের পাশের গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত পৌনে তিনটার দিকে বাজারের পশ্চিম পাশের একটি দোকানে আগুনের শিখা দেখা যায়। বাজারের প্রহরীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁরা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন। ততক্ষণে আগুন বাজারে ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা দোকান থেকে কিছু মালামাল বের করে আনেন। পূর্বাচল, ডেমরা, কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, কাঁচাবাজারটিতে চালের আড়ত, সবজি, টিন ও মুদিদোকান, পেট্রোলিয়াম, লুব্রিকেন্ট, হার্ডওয়্যার ও খাবারের দোকান ছিল। প্রায় সব দোকানেই দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুরো মার্কেটটি টিনশেড। তা ছাড়া রাতে বাজার বন্ধের পর প্রবেশপথ তালাবদ্ধ ছিল। ফলে আগুন নেভানোর জন্য বাজারে প্রবেশ করতে কিছুটা বেগ পেতে হয়েছে।

সালেহ উদ্দিন আরও জানান, ওই বাজারের পাশেই দেশের বৃহত্তর গাউছিয়া কাপড়ের বাজার। ফায়ার সার্ভিস শুরু থেকেই সতর্ক ছিল যেন আগুন পাশের কাপড় বাজারে ছড়িয়ে না পড়ে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ রোববার সকালে ওমর হোসেন নামে বাজারের এক দোকানি প্রথম আলোকে বলেন, ভোরে আগুনের খবর পেয়ে তিনি বাজারে আসেন। দেখেন, বাজারের একাংশে আগুন জ্বলছে। তখন তিনি তাঁর মুদিদোকানের মালামাল সরানোর চেষ্টা করেন। স্বজনদের নিয়ে সামান্য পরিমাণ মালামাল বের করতে পেরেছেন। আগুনে তাঁর অন্তত আট লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তাঁর মতো বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে।

এদিকে, আগুন লাগার পর বাজারের ব্যবসায়ীরা এসে ভিড় করেন। তাঁরা জানান, ঈদ সামনে রেখে তাঁরা দোকানে নতুন করে মালামাল তুলেছিলেন। আগুনে সব পুড়ে যাওয়ায় তাঁরা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।