বরগুনায় সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে পোস্ট, তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

ছাত্রলীগের লোগো

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় বরগুনায় তিন ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এই তিনজন হলেন পাথরঘাটার কাকচিড়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লা আল রাহাত, বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী এবং এম. বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এইচ এম আল মামুন। জেলা ছাত্রলীগ তাঁদের সাময়িক বহিষ্কার করেছে বলে গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির প্রথম আলোকে বলেন, সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের তিন নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার রাসেল ফরাজী প্রথম আলোকে বলেন, ‘সবার দেখাদেখি সাইদীর মৃত্যুতে আমি শোক জানিয়েছি। হয়তো এটা আমাদের দলের জন্য ক্ষতির। তবে আমাদের দলের অনেক বড় বড় নেতাও দিয়েছেন। তাঁদের দেখে আমিও দিয়েছি। বিষয়টি হলো, আমরা যারা ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জাহাঙ্গীর কবিরের রাজনীতি করি, তাদের বহিষ্কার করা হয়েছে।’