এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারীর দুই ছেলে দীর্ঘদিন ধরে গাজীপুরের মারিয়ালী কলাবাগান এলাকায় মমতাজ বেগমের বাড়িতে ভাড়া থেকে শহরের বিভিন্ন এলাকায় অটোরিকশা চালিয়ে আসছেন। তিন দিন আগে ছেলেদের সঙ্গে দেখা করতে গাজীপুরে আসেন মা। আজ সকাল আটটার দিকে ছেলেরা কাজে বের হন। মা কদরজান সকাল ১০টার দিকে রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করতে গেলে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় রান্নাঘরসহ পাশের আরও দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। পরে ঘর থেকে অগ্নিদগ্ধ কদরজানের লাশ উদ্ধার করা হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আধা পাকা একটি টিনের ঘর পুড়ে গেছে এবং অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপপরিদর্শক আসাদুজ্জামান বলেন, সুরতহাল শেষে লাশটি জয়দেবপুর থানার পুলিশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।