মিয়ানমারের কোনো নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ফাইল ছবি

মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতময় পরিস্থিতিতে দেশটির কোনো নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শনিবার সন্ধ্যায় সিলেটের লাক্কতুরা চা-বাগানে চা-শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে বিভিন্ন আর্মস গ্রুপ সংঘাতে জড়িয়েছে। ভয়ে সে দেশের নাগরিকেরা নির্যাতিত হয়ে বাংলাদেশের দিকে চলে আসে। তবে আমরা তথ্য পেয়েছি, এবার তারা বাংলাদেশের দিকে আসছে না।’

আব্দুল মোমেন বলেন, ‘কোনো মিয়ানমারের নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা বর্ডারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছি।’ বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পাঁচটি ফাইটার জেটকে আকাশে চক্কর দিতে দেখা গেছে। মাঝেমধ্যে ফাইটার জেট ও হেলিকপ্টারগুলো থেকে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে গুলিবর্ষণ করা হচ্ছে। এর আগে সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডের ১২০ মিটার ভেতরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দুটি গোলা এসে পড়ে। জনবসতিহীন পাহাড়ে গোলা দুটি বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন