‘ফজলে হোসেন বাদশা নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। বুধবার দুপুরে রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারেছবি: প্রথম আলো

পরাজিত হয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ফজলে হোসেন বাদশাসহ তাঁর লোকজন অপচেষ্টা চালাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন রাজশাহী–২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা।

নির্বাচন কমিশন সচিবালয়ে দেওয়া ফজলে হোসেন বাদশার অভিযোগকে অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও  মনগড়া বলে মন্তব্য করে অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের কাদিরগঞ্জে একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলনে শফিকুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। বক্তব্য রাখেন, শফিকুরের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও শফিকুর রহমান।

আসলাম সরকার বলেন, শফিকুর রহমানের পক্ষে রাজশাহীর মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ অধিকাংশ নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগের সর্বস্তরের নেতা–কর্মীরা অবস্থান নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ২৪ হাজার ভোটের বিপুল ব্যবধানে ফজলে হোসেন বাদশা পরাজিত হন। এরপর মনগড়া অভিযোগ তুলে তিনি রাজশাহীবাসী ও ভোটারদের হেয় করেছেন।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, ‘আমরা আশা করি, তিনি অবিলম্বে তাঁর অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া বক্তব্য প্রত্যাহার করবেন, তাঁর শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি দোষারোপের রাজনীতি পরিহার করে জনমুখী রাজনীতির প্রতি মনোযোগী হবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী, আইনবিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আখতার আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল মোমিন, নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ প্রমুখ।