কক্সবাজারে ভোট শেষে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে খুন

ছুরিকাঘাতপ্রতীকী ছবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত ব্যক্তির নাম সফুর আলম (৩৫)।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম পোকখালীতে এ ঘটনা ঘটে। নিহত সফুর আলম পোকখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মামমোরাপাড়ার নুর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেবের (টেলিফোন) সমর্থক।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ভোটার জানান, চেয়ারম্যান প্রার্থী ও সৌদি আরবের মক্কা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের (মোটরসাইকেল) কয়েকজন সমর্থক ভোট গ্রহণ শেষে আবু তালেবের সমর্থক দেলোয়ার হোসেনকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখেন। এ ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন বলেন, ভোট গ্রহণ শেষে তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকেরা তাঁকে আটকে রাখেন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত সফুরকে বিকেল পাঁচটার দিকে ঈদগাঁও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রার্থী আবু তালেব বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের কর্মীরা পরিকল্পিতভাবে সফুর আলমকে ছুরিকাঘাতে খুন করেছেন। এ হত্যাকাণ্ডের বিচার চান তিনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করেও চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।