রাজশাহীর পদ্মা নদী থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর এলাকায় পদ্মা নদী থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার  রাত ৮টার দিকে এই কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে পদ্মা নদীতে একটি মানুষের কঙ্কাল দেখে এলাকাবাসী। সেখান থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠায়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গোদাগাড়ীর এই পাশটা ভারতের সীমান্তবর্তী। নদীর পানির স্রোতও ভারত থেকে বাংলাদেশের দিকে। ধারণা করা হচ্ছে ভারতের ওই পাশ থেকে মরদেহটি ভাসতে ভাসতে এখানে এসে ঠেকেছে। মরদেহের শরীরে কোনো মাংস নেই। গন্ধও ছিল না।

কামরুল ইসলাম আরও বলেন, মাথা ও বুকের পাঁজরের এই কঙ্কাল রাতেই উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে এটি ময়নাতদেন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কঙ্কাল দেখে পরিচয় শনাক্ত করার উপায় নেই। তবে পরিচয় শনাক্তের জন্য লাশটির ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে। পরে এস কেউ ডিএনএ মিলিয়ে এটি নিতে পারবে।