নবনির্বাচিত চেয়ারম্যানদের বেশির ভাগই মন্ত্রী-এমপিদের স্বজন ও ঘনিষ্ঠজন

সিলেট জেলার মানচিত্র

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিলেট বিভাগের ৪ জেলার ১০টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। প্রতিটি উপজেলাতেই চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের নেতারা। বিজয়ীদের মধ্যে মন্ত্রীর ভাই থেকে শুরু করে স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজনেরাও আছেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচিত ১০ উপজেলা চেয়ারম্যানের মধ্যে ৬ জনই পুরোনো, বাকি ৪ জন প্রথমবারের মতো জয় পেয়েছেন। বিজয়ীদের মধ্যে আটজনই স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজন হিসেবে সুপরিচিত। তাঁদের মধ্যে একজন কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ভাই।

সিলেটের বালাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া এবং ফেঞ্চুগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসফাকুল ইসলাম জয় পেয়েছেন। তাঁরা এবারই প্রথম উপজেলা চেয়ারম্যান হয়েছেন। স্থানীয়ভাবে উভয়েই সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে সুপরিচিত। এ ছাড়া বিয়ানীবাজারে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আবুল কাশেম।

সুনামগঞ্জের ছাতকে উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এবং দোয়ারাবাজারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী জয় পেয়েছেন। তাঁদের মধ্যে রফিকুল প্রথমবার এবং তানভীর টানা দ্বিতীয়বার চেয়ারম্যান হলেন। উভয়েই সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়রাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

মৌলভীবাজারের কমলগঞ্জে মো. ইমতিয়াজ আহমেদ বিজয়ী হয়েছেন। তিনি কৃষিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আব্দুস শহীদের ভাই। ইমতিয়াজ এবারই প্রথমবারের মতো নির্বাচিত হন। এ ছাড়া জেলার শ্রীমঙ্গলে টানা দ্বিতীয়বার জয় পেয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়। শ্রীমঙ্গলে জয় পাওয়া ভানুলাল মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস শহীদের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

হবিগঞ্জ সদর উপজেলায় টানা দ্বিতীয়বার জয় পেয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম। লাখাইয়ে টানা তৃতীয়বার জয় পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুশফিউল আলম। শায়েস্তাগঞ্জে টানা দ্বিতীয়বার জয় পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ তালুকদার। মুশফিউল ও রশিদ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবু জাহিরের ঘনিষ্ঠজন।

মন্ত্রীর ভাই থেকে শুরু করে স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজনদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীকে জানানো হয়। এ বিষয়ে তিনি বলেন, নিজেদের ক্ষমতা আরও পাকাপোক্ত করতেই মন্ত্রী-সংসদ সদস্যরা তাঁদের আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠজনদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছেন। এসব প্রার্থীকে বিজয়ী করতে আড়াল থেকে সংসদ সদস্যরা ভূমিকা রেখেছেন বলেও অভিযোগ আছে। এ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী অনেক প্রার্থীই ক্ষুব্ধ।