নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যার প্রতিবাদে সড়কে শিক্ষার্থীরা

নোয়াখালীতে বাসায় ঢুকে মা ও এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কুপিয়ে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ। বুধবার বিকেলে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে
ছবি: প্রথম আলো

নোয়াখালী শহরের বার্লিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা ও এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সামনে মাইজদী-সোনাপুর সড়কে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিকেল চারটার দিকে মা-মেয়ে হত্যার বিচারের দাবিতে বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে তারা মানববন্ধন ও মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ করে।

আরও পড়ুন

মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, গত বছর শহরের আরেকটি বাসায় ঢুকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী অদ্রিতাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। আজ একইভাবে শহরের আরেকটি বাসায় ঢুকে একসঙ্গে তাঁদের বোন, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ছাত্রী ফাতেমা আজিম ওরফে প্রিয়ন্তী এবং তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আর কত মায়ের বুক খালি হলে প্রশাসনের টনক নড়বে? তারা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চায় না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানায়। অন্যথায় শিক্ষার্থীদের পক্ষ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। নিহত নুর নাহারের স্বামীসহ স্বজনেরা তাৎক্ষণিকভাবে পুলিশকে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, মা-মেয়ে হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যা ছয়টার দিকে সুধারাম থানায় সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, আজ সকাল ১০টার দিকে শহরের বার্লিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে ওই এলাকার ফজলে আজিম ওরফে কচির স্ত্রী নুর নাহার বেগম (৪০) ও তাঁর এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফাতেমা আজিম ওরফে প্রিয়ন্তীকে (১৬) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর মধ্যে নুর নাহার ঘটনাস্থলে মারা যান। আর তাঁর মেয়ে ফাতেমাকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।