নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় হোগলা ইউনিয়নের হোগলা চলতিডহর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো গ্রামের আবুল কালামের ছেলে ফাহিম মিয়া (৬) ও ময়মনসিংহের নান্দাইলের আমিনুল হকের মেয়ে ঋতু আক্তার (৭)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ঋতু হোগলা চলতিডহর গ্রামে তার নানা আবুল কালামের বাড়িতে থেকে একটি মাদ্রাসায় লেখাপড়া করত। তার মা–বাবা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। গতকাল বিকেলে ফাহিম ও সে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেন।