পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর তিনজন। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নে কোলেরকান্দি বটতলার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন পাবনা শহরের রাধানগর এলাকার সুব্রত কণ্ডুর ছেলে অমিত কণ্ডু (৪০) ও ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের আবদুর রউফের ছেলে নাসিম উদ্দিন (৪২)। তাঁর দুজনই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহত তিনজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। তবে হতাহত সবাই ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানায় কর্মরত ছিলেন।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ সান্যাল বলেন, লালন শাহ লিংক সড়ক দিয়ে সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। একই সময়ে ঈশ্বরদীর কোলেরকান্দি বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানায় কর্মরত দুজন ঘটনাস্থলেই মারা যান। মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয় মানুষের সহযোগিতায় তিনজনকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।