সাবেক রেজিস্ট্রারের বিচারের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. আবু তাহেরের বিচারের দাবিতে কর্মকর্তা–কর্মচারীদের মানববন্ধন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে
ছবি: প্রথম আলো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনকে মুঠোফোনে চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার প্রতিবাদে সাবেক রেজিস্ট্রার মো. আবু তাহেরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মো. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন তৃতীয় শ্রেণির কর্মকর্তা পরিষদের সভাপতি দীপক চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মো. মহসিন, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ। মানববন্ধনে কর্মকর্তা ও কর্মচারীরা আবু তাহেরের নানা অনিয়মের বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ দিন আগে আবু তাহের এক কর্মচারীকে মুঠোফোনে হুমকি দেন। এতে তিনি অতীতে তাঁর (তাহের) বিরুদ্ধে কাঁরা স্বাক্ষর নিয়ে আন্দোলন করেছেন, তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন। কিন্তু এখন পর্যন্ত তাঁরা কোনো ধরনের বিচার পাননি।

বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘একজন শিক্ষক এভাবে কাউকে হুমকি দিতে পারেন না। আমরা তাঁর বিচার চাই। এ নিয়ে আমাদের কাছে রেকর্ডও আছে।’

অভিযোগ প্রসঙ্গে মো আবু তাহের বলেন, ‘আমি ওই কর্মচারীকে ফোন করেছি সত্য। কিন্তু কোনো হুমকি দিইনি। তাঁকে আমি নিয়োগ দিয়েছিলাম। কিন্তু এ ঘটনা নিয়ে অবান্তর অনেক অভিযোগ তোলা হয়েছে। আমি এর বিচার চাই।’