যুক্তির আলোয় সমাজ গড়ার প্রত্যয়ে বরিশালে চলছে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব

পুষ্টি-প্রথম আলো আঞ্চলিক স্কুল বিতর্ক উৎসবে যুক্তির লড়াইয়ে মেতে উঠেছে শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে বরিশাল জিলা স্কুলে
ছবি: প্রথম আলো

যুক্তির আলোয় সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বরিশালে শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো আঞ্চলিক স্কুল বিতর্ক উৎসব। আজ সকাল সাড়ে ৯টায় বরিশাল জিলা স্কুল মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এতে বরিশাল ও ঝালকাঠি জেলার ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

দিনব্যাপী বিতর্ক উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বরিশালের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক শাহ শাজেদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল বন্ধুসভার সাধারণ সম্পাদক নাঈম ইসলাম।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় বরিশাল আঞ্চলিক স্কুল বিতর্ক উৎসবের আনুষ্ঠানিকতা
ছবি: প্রথম আলো

দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে বিজ্ঞানমনস্ক, যুক্তিনির্ভর প্রজন্মের বিকল্প নেই উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক শাহ শাজেদা বলেন, মেধাবীরাই কেবল বিতর্ক করতে পারে। তারা জ্ঞান, বিদ্যা, যুক্তি ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিতর্কে অংশ নেয়। এর মধ্যে দিয়ে নিজেদের জ্ঞান ও মননশীলতাকে শাণিত করে। এমন বিতর্ক উৎসবের আয়োজনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে শাহ শাজেদা বলেন, ‘আমরা যে উন্নত আধুনিক ও সমৃদ্ধিশালী বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যুক্তিনির্ভর প্রজন্মের বিকল্প নেই। প্রথম আলো সেই প্রজন্ম গড়ার জন্য অনন্য উদ্যোগ নিয়েছে।’

অংশগ্রহণকারীদের উদ্দেশে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, ‘নিজের মত অন্যের ওপর জোর করে চাপিয়ে দেওয়া নয়, বরং যুক্তির মাধ্যমে তা অন্যের কাছে তুলে ধরতে হয়। এতেই মেলে সমাধান। তোমরা আগামীর বাংলাদেশ। জীবনের যা কিছু ভালো, তার সঙ্গেই তোমরা থাকবে। ভালো নাগরিক হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।’

বরিশাল আঞ্চলিক বিতর্ক উৎসবে বিজয়ী দল ঢাকায় জাতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে। আজ বিকেলে বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে। এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। উৎসব আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। বিতর্ক হচ্ছে সনাতন পদ্ধতিতে।