কুমারখালীর সেই বৃদ্ধ ভ্যানচালকের পাশে সংসদ সদস্য, ডিসি দিলেন ঘর মেরামতের টিন

বৃদ্ধ ভ্যানচালক লুৎফর রহমানের বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতা করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ। বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামেছবি: প্রথম আলো

কুষ্টিয়ার কুমারখালীর সেই অসহায় বৃদ্ধ দম্পতিকে আর্থিক সহযোগিতা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ। আজ বুধবার বিকেলে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামে বৃদ্ধের বাড়িতে গিয়ে ২০ হাজার টাকা দেন তিনি। অন্যদিকে জেলা প্রশাসক বৃদ্ধ দম্পতির ঘর মেরামতের জন্য ঢেউটিন দিয়েছেন।

বৃদ্ধ লুৎফর রহমান লতিফ (৮৪) কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক। তাঁর স্ত্রীর নাম মোছা. রোকেয়া খাতুন (৫৫)। তাঁদের সংসারে উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হওয়ায় দিশাহারা হয়ে পড়েন তাঁরা। এ নিয়ে গত রোববার প্রথম আলো অনলাইনে ‘বাড়ি থেকে ভ্যান চুরি, আয়ের পথ হারিয়ে দিশাহারা পরিবারটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, লুৎফর রহমান বয়সের ভারে নুইয়ে পড়েছেন। তাঁর ছেলে নেই। ভ্যান চালিয়ে চারজনের সংসার চালাতেন তিনি। গত শুক্রবার রাতের কোনো এক সময় নিজের বাড়ি থেকে তাঁর ভ্যানটি চুরি হয়ে যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তিনি ভ্যানের সন্ধান পাননি। গত শনিবার তিনি কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দেন। জরাজীর্ণ চারচালা দুই কক্ষের টিনশেড ঘরে স্ত্রী, মেয়ে ও নাতিকে নিয়ে থাকেন লুৎফর রহমান। ঘরের চালা ও বেড়ার টিনে ছিদ্র। নেই দরজা-জানালাও। আট বছর আগে লোকজনের আর্থিক সহায়তায় প্রায় ৫০ হাজার টাকা দিয়ে উপার্জনের একমাত্র ভ্যানটি কিনেছিলেন লুৎফর রহমান।

প্রতিবেদন প্রকাশের পর গত সোমবার দুপুরে বৃদ্ধ লুৎফর রহমানকে কুষ্টিয়া ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে ২০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার নজরে পড়লে তিনি ঘর মেরামতের জন্য ঢেউটিন ও ছয় হাজার টাকা বরাদ্দ দিয়েছেন, যা আগামী তিন দিনের মধ্যে বৃদ্ধের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এসব বিষয় আজ দুপুরে প্রথম আলোকে নিশ্চিত করেন জেলা প্রশাসক।

এদিকে আজ বিকেলে হঠাৎ ওই বৃদ্ধের বাড়িতে যান কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আবদুর রউফ। সংসদ সদস্যকে বাড়িতে দেখে খুশি হন বৃদ্ধ দম্পতি। তবে ভ্যান কিনতে আরও টাকার প্রয়োজন জানিয়ে ভ্যানচালক লুৎফর রহমান বলেন, সাংবাদিকেরা খবর প্রকাশ করলে পুলিশ ডেকে নিয়ে ২০ হাজার টাকা দিয়েছে। আজ সংসদ সদস্য সাহেব বাড়িতে এসে আরও ২০ হাজার টাকা দিয়ে গেছেন। জেলা প্রশাসকও ঢেউটিন দিচ্ছেন। তবে ভ্যান কিনতে আরও ১৫–২০ হাজার টাকা দরকার।

সংসদ সদস্য আবদুর রউফ বলেন, বৃদ্ধের ভ্যান চুরির খবর দেখে তিনি খুবই মর্মাহত হয়েছেন। আজ বৃদ্ধের বাড়িতে গিয়ে ২০ হাজার টাকা উপহার দিয়েছেন। পরবর্তী সময়ে আরও সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।