গুগল ম্যাপ দেখে ঘুরতে ঘুরতে রংপুরের এক গ্রামে গিয়ে সেনা সহায়তায় ফিরলেন ইরানি দম্পতি, আটক ৪
বাংলাদেশে ঘুরতে এসেছেন ইরানি এক দম্পতি। উঠেছেন রংপুরের এক হোটেলে। আজ সোমবার প্রাইভেট কার ভাড়া করে নিজেরা গাড়ি চালিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। গুগল ম্যাপ অনুসরণ করে তাঁরা চলছিলেন। একপর্যায়ে ঢুকে পড়েন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়ন দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে। সেখানে পথ ভুলে যাওয়ায় স্থানীয় মানুষের সাহায্য চান তাঁরা। কিন্তু সেখানে উপস্থিত কিছু মানুষ তাঁদের মারধর করে ডলার, মুঠোফোন, হাতঘড়ি, পাসপোর্টসহ সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেন।
এ খবর চলে যায় তারাগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে। ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরীর নেতৃত্বে সেনাসদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। এরপর ইরানি দম্পতিকে সেখান থেকে উদ্ধার করেন। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটকসহ ছিনিয়ে নেওয়া সবকিছু উদ্ধার করেছেন।
এলাকাবাসী, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে গুগল ম্যাপ দেখে যাওয়ার সময় পথ ভুল করে সাদা রঙের প্রাইভেট কারে দক্ষিণ ঘনিরাপুর রামপুরা এলাকায় পৌঁছান ইরানি নাগরিক হোসেইন সেলিম রেজা (৬৪) ও ইয়াজদানজো ইয়াসমিন (৫৭)। পথ ভুল হওয়ায় তাঁরা সেখানকার স্থানীয় লোকজনের কাছে সাহায্য চান। কিন্তু ভাষা বুঝতে না পেরে তাঁদের কাছে থাকা ডলার, মুঠোফোন, একটি হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নিয়ে মারধর করেন কিছু মানুষ। এরপর খবর পেয়ে দুপুর ১২টায় সেখানে ছুটে যায় সেনাবাহিনী, পুলিশ ও ইউএনও।
সেখান থেকে এ ঘটনায় জড়িত ওই গ্রামের রশিদুল ইসলাম (৪২), মেরাজুল ইসলাম (৩৮), মনোয়ারা বেগম (৩৫) ও রাবেয়া বেগমকে (৪৫) আটক করা হয়। পরে সেনাবাহিনীর প্যাট্রল দলের গাড়িবহরের কড়া নিরাপত্তা দিয়ে দুই ইরানি নাগরিককে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাঁদের নিরাপদে হোটেলে পৌঁছে দেয় সেনাবাহিনী।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ইরানি দম্পতিকে মারধর করে ডলার, মুঠোফোন, পাসপোর্ট ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করে সেনাবাহিনী পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।