মাগুরায় রাজা সীতারাম রায়ের বাড়িতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার উপদেষ্টা

রাজা সীতারাম রায়ের বাড়ির ধ্বংসাবশেষ ঘুরে দেখার ফাঁকে আলাপন বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী ও ছেলে। রোববার সকালে
ছবি: সংগৃহীত

রাজা সীতারাম রায়ের বাড়ির ধ্বংসাবশেষ দেখতে মাগুরার মহম্মদপুর ঘুরে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। রোববার সকালে আলাপন বন্দ্যোপাধ্যায় মহম্মদপুর রাজবাড়ীতে আসেন।

এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ও ছেলে মেলিন্ডা বন্দ্যোপাধ্যায়।

সীতারাম রায়ের কাচারিবাড়ি, সামনের দোলমঞ্চ, দুধপুকুরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

এ সময় আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমরা মূলত এসেছিলাম রাজা সীতারামের রাজপ্রাসাদ, দুর্গ, দোলমঞ্চ ও মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে। এখানে এসে বিস্মিত ও আনন্দিত হয়েছি। কারণ, বাংলাদেশ সরকারের প্রয়াসে এবং জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজা সীতারামের ঐতিহাসিক কাচারিবাড়ি, দোলমঞ্চ পুনরুদ্ধার ও সংরক্ষণ সম্ভব হয়েছে। স্থানটিকে একটি পর্যটনস্থলে রূপ দিয়ে সাধারণ মানুষের আগ্রহকে জাগ্রত করা গেছে। আমরা এই প্রয়াসকে আন্তরিক সাধুবাদ জানাই।’

এরপর স্থানীয় সংসদ সদস্য বীরেন শিকদার প্রতিষ্ঠিত বীরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল, মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন আল আজাদ, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় প্রমুখ।