দিনাজপুরে পিকনিকের বাস উল্টে খাদে পড়ে শিশুসহ আহত ২৪

পিকনিকের বাস উল্টে খাদে পড়ে গেছে। আজ সোমবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকায়ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পিকনিকের বাস উল্টে খাদে পড়ে চার শিশুসহ ২৪ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার আঞ্চলিক পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আজ সকালে পঞ্চগড়ের ভুল্লি নামের এলাকা থেকে স্থানীয় একটি সমিতির সদস্যরা বাসে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রে পিকনিকে যাচ্ছিলেন। শিশু, নারী, পুরুষসহ ৫৫ যাত্রী নিয়ে বাসটি (ঢাকা মেট্টো-জ-১১-০২৮১) দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকায় পাকা সড়কে পৌঁছায়। এ সময় হঠাৎ বাসের সামনের ডান পাশের চাকা ফেটে (পাংচার) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বোরো ধানের জমিতে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা চার শিশুসহ ২৪ নারী-পুরুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসক রাকিবুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ দুপুরে নারী-পুরুষ, শিশুসহ আহত ২৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের মধ্যে চার শিশুসহ ১৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মুরাদ হোসেন (১৪) নামের একজনের অবস্থা গুরুতর। তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে তোলার জন্য পুলিশের রেকার ঘটনাস্থলে কাজ করছে।