মাছ ধরতে বের হয়ে ইঁদুর মারার ফাঁদে প্রাণ হারালেন তরুণ দুই ভাই

মৃত্যুপ্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় রাতে মাছ ধরতে গিয়ে ধানখেতে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রাম থেকে তাঁদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মারা যাওয়া দুজন হলেন উপজেলার উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে মো. নাদিম (২৪) ও মো. ইমাম (২০)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে মো. নাদিম ও মো. ইমাম বাড়ি থেকে মাছ ধরার জন্য বের হন। এরপর রাতে তাঁরা আর বাড়ি ফেরেননি। আজ সকালে উড়িবুনিয়া গ্রামের খালের পাড়ের একটি ধানখেতে দুই ভাইয়ের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, উড়িবুনিয়া গ্রামের রিপন মিয়া নামের এক ব্যক্তি ধানখেতে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। রাতে ধানখেতের পাশের খালে মাছ ধরতে গিয়ে নাদিম ও ইমাম অসাবধানতাবশত ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

আয়নাল হক বলেন, গতকাল রাতে তাঁর দুই ছেলে মাছ ধরার জন্য বের হন। রাতে বাড়ি না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। আজ সকালে লোকজনের কাছে ধানখেতে লাশ পড়ে থাকার খবর পান।

বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মিজানুর রহমান বলেন, ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি অপরাধ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।