সরস্বতীপূজা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর
ফেনীতে সরস্বতীপূজা দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল নোয়াখালীর তিন তরুণের। আজ সোমবার রাত ৯টায় ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে উত্তর আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন নোয়াখালী জেলার চৌমুহনী উপজেলার আলীপুর এলাকার কৃষ্ণ গোস্বামীর ছেলে সৌরভ গোস্বামী (২৩), কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের কৃষ্ণ ঘোষের ছেলে অন্তর ঘোষ (২৩) ও একই এলাকার মনোরঞ্জনের ছেলে দেবু (২২)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, আজ বিকেলে নোয়াখালী থেকে সরস্বতীপূজা দেখতে দুটি মোটরসাইকেলে করে পাঁচ বন্ধু ফেনী সদরে আসেন। পূজা দেখা শেষে রাতে নোয়াখালীর বাড়িতে ফেরার পথে দাগনভূঞার বেকের বাজার এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুই আরোহী নিহত হন। গুরুতর আহত হয় মোটরসাইকেলের অপর আরোহী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার আগে বহরে থাকা অপর মোটরসাইকেলটি ততক্ষণে নোয়াখালী চলে যায়।
মহাসড়কের ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান।