কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ‘অলিভ রেডলি’ কচ্ছপ

কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত কচ্ছপ। বুধবার বিকেলে সৈকতের পশ্চিমে মাঝিবাড়ি–সংলগ্ন এলাকায়
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে সংকটাপন্ন ‘অলিভ রেডলি’ প্রজাতির একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। আজ বুধবার বিকেলে সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিমে মাঝিবাড়ি-সংলগ্ন সৈকতের বেলাভূমে কচ্ছপটি পাওয়া যায়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু শেষ বিকেলে কচ্ছপটি দেখতে পান। কচ্ছপটির শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে কচ্ছপটি মারা গেছে। পচন ধরায় কচ্ছপটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। কচ্ছপটি বালুচাপা দেওয়া প্রয়োজন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) অলিভ রেডলি কচ্ছপকে ‘সংকটাপন্ন’ প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে। এদিকে সন্ধ্যার পর কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় আরও একটি মৃত কচ্ছপ ভেসে আসার খবর পাওয়া গেছে।

সামুদ্রিক প্রাণী–বিশেষজ্ঞ মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সামুদ্রিক কচ্ছপ-সম্পর্কিত তথ্য পর্যালোচনায় দেখে গেছে, বাংলাদেশের সমুদ্রসীমায় সাত প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এর মধ্যে অলিভ রেডলি, গ্রিন ও হক্সবিল প্রজাতির কচ্ছপ অন্যতম। তবে বেশি পাওয়া যায় অলিভ রেডলি প্রজাতির কচ্ছপ। এগুলোর ওজন সর্বোচ্চ ৫০ কেজি । এই প্রজাতির কচ্ছপ সর্বোচ্চ ৫০ বছর বেঁচে থাকে। তিনি বলেন, অলিভ রেডলি প্রজাতির কচ্ছপ সাগরের অগভীর অঞ্চলে বাস করায় সামুদ্রিক শৈবাল এর শরীরে এঁটে যায়। তাই গায়ের রং জলপাই বা সবুজ রঙের হয়।