প্রথম আলো সমাজের পাঠশালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর রজতজয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এক অতিথি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে
ছবি: প্রথম আলো

প্রথম আলো শুধু খবরের কাগজ নয়, সমাজের পাঠশালা। উন্নত সমাজ গড়তে দরকার ভালো মানুষ। প্রথম আলো বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা দিয়ে সমাজে ভালো মানুষ তৈরির কাজ করে যাচ্ছে। সমাজের পাঠশালা হিসেবে পাঠকের আস্থা অর্জন করেছে প্রথম আলো।

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বৃহস্পতিবার দেশের দুই জেলায় ও দুটি বিশ্ববিদ্যালয়ে সুধী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশিষ্টজন, শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিসেবীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সত্য প্রকাশে আপসহীন

নাটোরে প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অতিথিরা সত্য প্রকাশে প্রথম আলোর আপসহীন অবস্থানের প্রশংসা করেন। বক্তারা বলেন, সমাজে সত্য তথ্য তুলে ধরার মতো সংবাদপত্রের সংকট আছে। প্রথম আলো এর ব্যতিক্রম। প্রথম আলো নিরবচ্ছিন্নভাবে সাহসের সঙ্গে সমাজের অসংগতি তুলে ধরে আসছে। এ জন্য ২৫ বছর ধরে পাঠকের ভালোবাসা পেয়েছে পত্রিকাটি।

নাটোর শহরের সাহারা চায়নিজ রেস্তোরাঁর সম্মেলনকক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় রজতজয়ন্তী উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করে নাটোর বন্ধুসভা। অনুষ্ঠানে রাজশাহী কলেজের সাবেক অধ্যাপক সুবিধ কুমার মৈত্র, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু আহসান, নাটোর দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন, নজরুল মঞ্চের জেলা সভাপতি গোলাম কামরান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন।

অনুষ্ঠানে দুই হাজার একর জমির জলাবদ্ধতা দূরীকরণে খাল খননের জন্য জমি দান করা কৃষক শামসুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। অতিথিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

জ্ঞানতৃষ্ণা মেটায় প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে অতিথিরা। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে
ছবি: প্রথম আলো

কেক কাটা, ফানুস ওড়ানো ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করে বন্ধুসভা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথম আলো শুধু সংবাদ প্রকাশ করে না, জাতির মূল্যবোধ তৈরিতে ভূমিকা রাখে। প্রথম আলোতে সংস্কৃতি, নাটক নিয়ে চমৎকার লেখা ছাপানো হয়। জ্ঞানতৃষ্ণা মেটাতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথম আলো আরও এগিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ও অর্থ সম্পাদক তাবাসসুম রিচিকার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি হামিদা জান্নাত। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক মো. মনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক মুনির সিকদার, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল, প্রেসক্লাবের সভাপতি শিহাব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

দেশের অগ্রগতিতে অবদান

আপসহীন থেকে ২৫ বছর ধরে প্রথম আলো নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে দেশের অগ্রগতিতে অবদান রেখে চলেছে। আরও অন্তত ১০০ বছর এভাবেই পত্রিকাটি দায়িত্ব পালন করবে। প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে যশোরে আয়োজিত প্রীতিসম্মিলনী অনুষ্ঠানে অতিথিরা এ প্রত্যাশা ব্যক্ত করেন। বৃহস্পতিবার বিকেলে যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। এরপর প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাইসাই পুরস্কারজয়ী আঞ্জেলা গোমেজ, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ্জাহান কবির, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, নাট্যসংগঠন বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শুভঙ্কর গুপ্ত, প্রথম আলোর প্রতিনিধি মাসুদ আলম, যশোর বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়া প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সুমন রেজা।

প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে গতকাল যশোরে প্রীতিসম্মিলনী অনুষ্ঠান হয়। যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানের মাঝে মাঝে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এ সময় ‘বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে...’ গানটি পরিবেশন করেন মুস্তাইদ হাসান শাকিল। এ ছাড়া যৌথ নৃত্য পরিবেশন করেন স্নেহা ঘোষ ও বর্ণিতা সরকার এবং একক নৃত্য পরিবেশন করেন সোনালী ইয়াসমিন ও শিশুশিল্পী মনোজ্ঞা সরকার। যৌথভাবে কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু নুসরাত মিতু ও সুমন রেজা।

জাতি গঠনে অনন্য ভূমিকা

নাটোরে প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে সুধীসমাবেশে কেক কাটছেন অতিথিরা
ছবি: প্রথম আলো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রজতজয়ন্তীর অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথম আলো জাতি গঠনে অনন্য অবদান রাখছে। সংবাদপত্র হিসেবে প্রথম আলো তরুণদের সঙ্গে নিয়ে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে। সাহসী সাংবাদিকতা, সত্য প্রকাশে আপসহীনতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে অনন্য উচ্চতায় চলে গেছে প্রথম আলো।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. বদরুজ্জামান ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক নাবিলা জান্নাত বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার দাস।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদকপ্রতিনিধি]