বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুর জেলার মানচিত্র

মেহেরপুর পৌরশহরের গড়ের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তৌফিক হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তৌফিক পৌরশহরের নতুনপাড়ার তোজাম্মেল হোসেনের ছেলে। সে মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

তৌফিকের বন্ধু রিফাত আলী প্রথম আলোকে বলে, ‘আমিসহ তৌফিক, মিতুল, অয়ন ও তানিম বিদ্যালয়ে যাওয়ার জন্য সকাল বেলা বাড়ি থেকে বের হই। কিন্তু বিদ্যালয়ে না গিয়ে আমরা পাঁচ বন্ধু সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলা দেখছিলাম। পরে সাড়ে ৯টার দিকে আমরা গড়ের পুকুরে গোসল করতে নামি। পুকুরের পাড় থেকে হঠাৎ পা ফসকে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে তৌফিক ও রিফাত। রিফাতকে আমরা উদ্ধার করতে পারলেও তৌফিককে কোনোভাবেই ওপরে তুলতে পারিনি। পরে আশপাশের লোকজন পানিতে ডুব দিয়ে তৌফিককে খোঁজার চেষ্টা করেন। না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে তৌফিককে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

স্থানীয় লোকজন বলেন, পুকুর পাড়ে হঠাৎ ছেলেদের চিৎকার শুনে স্থানীয়রা সবাই ছুটে আসেন। অনেকেই পানিতে নেমে তলিয়ে যাওয়া তৌফিককে খোঁজার চেষ্টা করেন। কিন্তু তাকে না পাওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়। তাঁরা এসে তৌফিকের লাশ উদ্ধার করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা সৌউদ কবীর বলেন, দীর্ঘ সময় তৌফিক পানিতে তলিয়ে থাকার কারণে মৃত্যুবরণ করে।  
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনী মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।