কুকুরের কামড় থেকে বাঁচতে রাজশাহী শহরের এই বানর রিকশা ওঠে পড়েছিল। পরে নিরাপদ স্থান দেখে রিকশা থেকে নেমে যায়। সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী নগরের কাজীহাটা এলাকায়
ছবি: প্রথম আলো

বানরটিকে চারদিক থেকে ঘিরে ফেলে শহরের কুকুর। পাশ দিয়ে একটি খালি রিকশা যাচ্ছিল। নিজেকে বাঁচাতে বানরটি লাফ দিয়ে চলন্ত রিকশার ওপরে ওঠে। আজ সোমবার সকালে রাজশাহী নগরের শাহ মখদুম থানার পাশে এই ঘটনা ঘটে।

রিকশাচালক বাদশা বানরটির বিপদ বুঝতে পেরে আর কোনো যাত্রী না তুলে তাকে নিয়ে আসতে থাকেন রাজশাহী চিড়িয়াখানার দিকে। চিড়িয়াখানার কাছাকাছি এসে বানরটি রিকশা থেকে লাফ দেয়।

রিকশাচালক বাদশার বাড়ি রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায়। তিনি সকালে বাসা থেকে বেরিয়ে খালি রিকশা নিয়ে নগরের শাহ মখদুম থানার পাশে দিয়ে আসছিলেন। তিনি বলেন, সেখানে একদল কুকুরকে দেখেছিলেন। তার মধ্যখানে যে একটা বানর আটকা পড়েছিল, তা প্রথমে তিনি বুঝতে পারেননি। হঠাৎ দেখেন, কুকুরের বেষ্টনীর ভেতর থেকে একটি বানর তাঁর রিকশায় লাফ দিয়ে উঠে যায়। তিনি ভেবেছিলেন বানরটিকে চিড়িয়াখানায় নিয়ে ছেড়ে দেবেন। কিন্তু নগরের কাজীহাটা এলাকায় অবস্থিত বাংলাদেশ বেতার রাজশাহীর কাছে ফাঁকা জায়গা দেখে বানরটি রিকশা থেকে নেমে যায়।

আরও পড়ুন

চিকিৎসা নিতে আবারও হাসপাতালে বানরটি

বাদশা অনেকক্ষণ বানরটাকে অনুসরণ করেন। তিনি বলেন, ‘বানরটি আবার কোনো কুকুরের আক্রমণের শিকার হয় কি না, দেখছিলাম। কিন্তু দেখা গেল, বানরটি হাঁটতে হাঁটতে চিড়িয়াখানার ঠিক পাশের প্রতিষ্ঠান ক্রিস্টিয়ান মিশনারির ভেতরে ঢুকে গেল। বানরটি এক পায়ে আঘাত পেয়েছে, তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল।’