‘তারা ইজারা দেয়, আর আমরা কাতর হয়ে বলি, এটা আমাদের দেন’

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় জেলে সম্প্রদায় ও বাঁওড় মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টাছবি: প্রথম আলো

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা জেলেদের মন্ত্রণালয়। কিন্তু যেখান থেকে জেলেরা জীবন-জীবিকা চালান, সেই হাওর-বাঁওড় ভূমি মন্ত্রণালয়ের অধীনে। তারা ইজারা দেয়, আর আমরা কাতর হয়ে বলি, এটা আমাদের দেন। এটা খুবই দুঃখজনক।’

আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় জেলে সম্প্রদায় ও বাঁওড় মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘জাল যার, জলা তার—এই নীতি বাস্তবায়নে আমরা কাজ করব। তরুণ প্রজন্ম আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এই প্রজন্মই সমাজের সব ধরনের বৈষম্য দূর করবে।’

ফরিদা আখতার বলেন, প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে বাঁওড়ের অধিকার ফিরিয়ে দিতে ভূমি মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে আলোচনা করবেন। বাঁওড়পাড়ের বাসিন্দাদের প্রকৃত মালিকানা ফিরিয়ে দিয়ে তাঁদের দুঃখদুর্দশা দূর করতে রাজনৈতিক ও সামাজিক সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে।

এর আগে সকালে উপদেষ্টা উপজেলার বলুহর বাঁওড় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, খেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেনসহ অন্য কর্মকর্তারা।