ঝালকাঠিতে সংবর্ধনা অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা
ঝালকাঠিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আজ শনিবার সকাল আটটা থেকে ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি সড়কের ফাতেমা কনভেনশন সেন্টারে এ উৎসব শুরু হয়। এতে অংশ নিতে ৩৩১ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। অনুষ্ঠানে অংশ নিয়ে কৃতী শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।
আজ সকাল আটটার আগে থেকেই ফাতেমা কনভেনশন সেন্টারে ভিড় করতে শুরু করে কৃতী শিক্ষার্থীরা। সকাল সাড়ে আটটার দিকে অনুষ্ঠানস্থলে আসে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সুপ্তী পাল। সে বলে, ‘অনুষ্ঠানে আসতে দেরি হয়ে যেতে পারে। তাই ভোরের দিকে বাড়ি থেকে বের হয়েছি। বেশ কিছুটা পথ হেঁটে তারপর আবার অটোরিকশায় করে অনুষ্ঠানে এসেছি।’
শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে ঢোকার পরই নিবন্ধন নম্বর অনুযায়ী নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সনদ, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ঝালকাঠি বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ইয়াসমিন ও নির্বাহী সম্পাদক মো. সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান।
শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে মঞ্চে উপস্থিত আছেন ঝালকাঠি সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ইলিয়াস ব্যাপারী, ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সুলতান আহম্মেদ, প্রথম আলোর ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, নারীনেত্রী ইসরাত সুলতানা, প্রেসক্লাবের সহসভাপতি আক্কাস সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ছবির হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপন করতে সাংস্কৃতিক পর্বে থাকছে বিভিন্ন শিল্পীদের পরিবেশনা। বক্তৃতার ফাঁকে ফাঁকে চলছে কৃতী শিক্ষার্থী ও ঝালকাঠি বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে গান, নাচ ও কবিতা আবৃত্তি। এ সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সনদ, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, ‘শিখো’র সৌজন্যে বিনা মূল্যে কোর্সসহ অন্যান্য উপহার।
সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব। আয়োজনটিতে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।