ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, কটিয়াদীর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেবা নিতে আসা লোকজন নানাভাবে প্রতারিত হচ্ছেন, এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এ সময় রেনেসাঁ হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রতিটি পরীক্ষার জন্য নির্ধারিত ফি থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া সেখানে অগ্নিদুর্ঘটনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও দেখা যায়নি। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই হাসপাতালের ব্যবস্থাপক মো. সৌরভ হোসেন বলেন, এমন ভুল যেন আর না হয়, সে ব্যাপারে এখন থেকে তাঁরা সতর্ক থাকবেন।
এদিকে অভিযান চলাকালে মডেল ডায়াগনস্টিক সেন্টারেও স্বাস্থ্যগত পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ মেলে। পরে সেখানে উপস্থিত সেবা নিতে আসা লোকজনকে টাকা ফেরত দেয় ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। এ সময় ওই ডায়াগনস্টিক সেন্টারকেও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দিদারুল আলম বলেন, দুই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সন্তোষজনক ছিল না। সেবা নিতে আসা লোকজনের সঙ্গে প্রতারণার প্রমাণ মিলেছে। পরে এমন হলে শাস্তির পরিমাণ আরও বাড়ানো ছাড়া বিকল্প থাকবে না।