নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে মহাদেবপুর উপজেলা সদরের আখরাবাড়ি এলাকায়
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের প্রথম দিন গতকাল রোববার রাতে নওগাঁর মহাদেবপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের আখরাবাড়ি এলাকায় মাসুদ পেট্রলপাম্পের বিপরীতে নওগাঁ-মহাদেবপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দলপ্রধান আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে। সব মিলিয়ে গাড়িটির প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, মহাদেবপুরের আখরাবাড়ি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে রাতে আগুন দেওয়া হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।