বিএন‌পি নেতার বা‌ড়িতে হামলার মামলায় সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

যুক্তরাজ‌্য বিএন‌পির সভাপ‌তি আবদুল মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী ওরফে কালা মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গতকাল শ‌নিবার রাতে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আফতাব আলী কোম্পানীগঞ্জের তে‌লিখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম‌‌্যান।

র‌্যাব জানায়, হামলা ও নাশকতার অভিযোগে আফতাব আলীর বিরুদ্ধে সিলেটের দ‌ক্ষিণ সুরমা থানায় গত ১১ সেপ্টেম্বর মামলা হয়। এক সংবাদের ভি‌ত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৯–এর সহকারী পু‌লিশ সুপ‌ার (গণমাধ‌্যম) মো. ম‌শিহুর রহমান বলেন, মামলার পর থেকে আফতাব আলী পলাতক ছিলেন। গতকাল রাতে গ্রেপ্তারের পর তাঁকে সিলেটের দ‌ক্ষিণ সুরমা থান‌ায় হস্তান্তর করা হয়েছে।

দ‌ক্ষিণ সুরমা থান‌ার পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ এপ্রিল সিলেট নগরের দ‌ক্ষিণ সুরমায় যুক্তরাজ‌্য বিএন‌পির সভাপ‌তি আবদুল মালেকের বা‌ড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলা করেন আব্দুল মালেকের বাড়ির তত্ত্বাবধায়ক দক্ষিণ সুরমা উপজেলার তেতলী টিলাবাড়ির বাসিন্দা মো. আল আমিন। মামলায় ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অনেককে।

দ‌ক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, গ্রেপ্তারের পর আফতাব আলীকে থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে তাঁকে আজ বেলা ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে।