আনন্দমিছিলে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

কুমিল্লা জেলার মানচিত্র

বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনার জয়ের পর আনন্দমিছিল করতে গিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী চার লেন মহাসড়কের খিলা ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. শাওন (১০) নামের ওই শিশু উপজেলার খিলা গ্রামের বাসিন্দা মিলন মিয়ার ছেলে।

দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী মো. অন্তর (২৩) ও মোহাম্মদ জিহাদ হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার মধ্যরাতে আর্জেন্টিনা জেতার পর উপজেলার খিলা বাজার লাগোয়া কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে আর্জেন্টিনার একদল সমর্থক আনন্দমিছিল করেন। ওই মিছিলে শাওনও ছিল। রাত সাড়ে ১২টার দিকে মিছিলটি মহাসড়কের ইউটার্ন এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে শাওনকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে শাওন মারা যায়। মোটরসাইকেলের আরোহী অন্তর ও জিহাদ গুরুতর আহত হন। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক বলেন, আর্জেন্টিনার বিজয়ের পর আনন্দমিছিল করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু শাওন মারা যায়। এ ঘটনায় দুজন আহত হন। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।