নিজেরা মারামারি করে সাময়িক বরখাস্ত দুই পুলিশ সদস্য

পুলিশ লোগো

সিলেটে নিজেদের মধ্যে মারামারি করে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হয়েছেন। গত রোববার তাঁদের বরখাস্ত করা হলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়েছে। এর আগে শনিবার পুলিশের ওই দুই সদস্য দায়িত্ব পালনকালে নিজেদের মধ্যে মারামারি করেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—সিলেট মহানগর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রুবেল মিয়া ও নায়েক প্রণজিৎ। তাঁরা দুজনই পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। রোববার সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমীনের স্বাক্ষরে তাঁদের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পুলিশ লাইনসে দায়িত্ব পালন করছিলেন রুবেল ও প্রণজিৎ। এ সময় এএসআই রুবেল মিয়া দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের তদারক করছিলেন। এএসআই রুবেল নায়েক প্রণজিৎকে দায়িত্বস্থলে না পেয়ে আরেক পুলিশ সদস্য দিয়ে ডেকে পাঠান। এ সময় প্রণজিৎ অন্য পাশে ছিলেন। প্রণজিৎ আসার পর এএসআই রুবেলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে প্রণজিৎ সঙ্গে থাকা শটগান দিয়ে এএসআই রুবেলের মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে যায় রুবেলের। আহত অবস্থায় অন্য পুলিশ সদস্যরা তাঁকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ‘দুই পুলিশ সদস্য নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটিয়েছেন। নিজেদের মধ্যে হলেও বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’