ভৈরবে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানার মালিক গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে একটি জুতা কারখানার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সোয়া ১২টার দিকে উপজেলা কমপ্লেক্স সড়কের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম নাছির মিয়া (৪২)। তাঁকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, ওই নারী (২৫) কারখানাটিতে কয়েক বছর ধরে কাজ করতেন। কর্মস্থলে আসা–যাওয়ার সুবাদে মেয়েটির সঙ্গে খাতির জমান নাছির। পরে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক মাস ধরে ‘ধর্ষণ’ করেন। এরই মধ্যে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে নাছির তাঁকে বিয়ে করতে রাজি হননি। এমন পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গত রোববার ভৈরব থানায় মামলা করেন ওই নারী।
অভিযোগকারী নারী বলেন, ‘নাছির আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চান, কিন্তু আমি চাইনি। নানাভাবে নিজেকে রক্ষার চেষ্টা করেছি। শেষে বিয়ের প্রলোভন দেখান এবং ধর্ষণ করেন। এখন আমি তিন মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় মামলা করা ছাড়া উপায় ছিল না।’
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) তালেব হোসেন জানান, অভিযোগকারী নারীর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।