ভোটারদের হুমকি দেওয়ায় আমতলী পৌর মেয়রের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে মামলার এ নির্দেশ দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদি এই তথ্য নিশ্চিত করেছেন। মেয়র মতিয়ারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধির ৬ (খ) ও (গ) এবং ১১ বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠি সূত্রে জানা যায়, আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান গত ২০ ডিসেম্বর তাঁর বাসার সামনে যুবলীগের বর্ধিত সভায় স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকানের (কাঁচি প্রতীক) উদ্দেশে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য দেন এবং সাধারণ ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখান। এতে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে মর্মে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদন দেন বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা যুগ্ম জজ আহম্মদ সাঈদ। ওই প্রতিবেদনের আলোকে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। একই সঙ্গে মামলা করে ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের মুঠোফোনে ফোন করা হলে তিনি ধরেননি। তবে বরগুনার আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি।’ ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। পরে এ বিষয়ে কথা বলব।’