আওয়ামী লীগের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। রোববার বিকেলে জেলা শহরের করতোয়া সেতুর সামনেছবি: রাজিউর রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জমান ভূঁইয়া। এ মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে দলীয় নেতা-কর্মীদের একটি অংশ।

আজ রোববার বিকেলে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে পঞ্চগড়-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়। এর পরপরই নাঈমুজ্জামান ভূঁইয়ার কর্মী–সমর্থকেরা জেলা শহরে আনন্দমিছিল বের করেন।

নাঈমুজ্জামানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে আজ বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চগড় জেলা শহরের প্রবেশমুখে করতোয়া সেতুর উত্তর প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা, চলে রাত পৌনে ৯টা পর্যন্ত। এ সময় ঘোষিত মনোনয়ন বাতিল করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

এ ছাড়া নাঈমুজ্জামানের মনোনয়ন বাতিল করে অন্য একাধিক নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে জেলার সদর উপজেলার জগদল বাজারে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক, আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে পঞ্চগড়-আটোয়ারী সড়ক এবং তেঁতুলিয়া উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন দলীয় নেতা-কর্মীরা।

বিক্ষোভকারীরা ঘোষিত মনোনয়ন বাতিল করে পঞ্চগড়-১ আসনে বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত এবং আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলামের যেকোনো একজনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বিক্ষোভকারীদের একজন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আকতারুজ্জামান বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত পঞ্চগড়ের মাটি ও মানুষের নেতা। তাঁকে মনোনয়ন না দিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ জন্য দলীয় নেতা-কর্মীরা মনঃক্ষুণ্ন হয়ে সড়কে বিক্ষোভ করছেন। তাঁরা চান মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।

তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী বলেন, ‘আমরা চাই, দলের দুর্দিনে যাঁরা দলকে টিকেয়ে রেখেছেন, তাঁদের মধ্যে কেউ মনোনয়ন পাক। যাঁরা ছাত্রলীগ-যুবলীগ করে আওয়ামী লীগে এসেছেন, তাঁদের কাউকে মনোনয়ন দেওয়া হোক। এখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত আছেন, বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান আছেন; তাঁদের মধ্যে যে কাউকে মনোনয়ন দেওয়া হোক। এখানে দলীয় নিবেদিত কর্মী বিবেচনা না করে একজন হাইব্রিড নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। অবিলম্বে আমরা এই মনোনয়ন বাতিল চাই।’

বিক্ষোভের সময় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত ঢাকায় অবস্থান করছিলেন। এ বিষয়ে কথা বলতে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

পঞ্চগড়-১ আসনে বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। তিনি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। এবার এ আসনে বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতসহ মোট ১২ জন দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছিলেন।