কালিয়ার খাশিয়াল ইউপির ব্যতিক্রমী উদ্যোগ
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা নিজস্ব অর্থায়নে বাড়িতে বাড়িতে ও সড়কে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। ওই গাছ লাগানোর মধ্যে ধারণ করা হচ্ছে একাত্তরের চেতনাও।
আজ শুক্রবার সকাল আটটার দিকে বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সামনের সড়কে ওই ব্যতিক্রমী কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ, ওই ইউপির বৃক্ষরোপণ ও পরিবেশবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য পারভীন ইসলাম, ইতিকা দাস, শিরিনা বেগম, মিন্টু দাস, রিজ্জাক খন্দকার, বাবলু শেখ, ঈমান আলী, রাজিব খান, আরশাদ মোল্লা, বিল্লাল শিকদার ও ওহিদুর খান। উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্বেচ্ছাসেবী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
ওই ইউপির চেয়ারম্যান ও সদস্যরা জানান, খাশিয়াল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৭১টি বাড়িতে গাছ লাগানো হবে। এসব বাড়িতে একটি করে আম্রপালি আমগাছ ও পরিবারের সদস্যদের পছন্দের একটি ফুলের গাছ লাগানো হবে। বড়দিয়া-কালিয়া সড়কটি ওই ইউনিয়নের প্রধান সড়ক। ওই সড়কের ছয় কিলোমিটার এলাকা পড়েছে খাশিয়াল ইউনিয়নের মধ্যে। ওই অংশে ১ হাজার ৯৭১টি ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হবে। ওই গাছের মধ্যে রয়েছে আমলকী, হরীতকী, বহেরা, অর্জুন, চালতা, বকুল, কৃষ্ণচূড়া, আমড়া, জারুল এবং রঙ্গন, চেরি, বাগানবিলাস, মাধবিলতার গাছসহ অন্যান্য গাছ।
এ কার্যক্রমের প্রধান উদ্যোক্তা ইউপি চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ। তিনি নড়াইল জেলা কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) সভাপতি। তিনি জানান, এ উদ্যোগ নিতে ইউপিতে দুই দফা সভা করা হয়েছে। দেশের প্রতিটি ইউপিতে রয়েছে ১৩টি স্ট্যান্ডিং কমিটি। এর প্রতিটির সভাপতি ইউপি সদস্য। প্রতিটি স্ট্যান্ডিং কমিটিতে আছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর একটি বৃক্ষরোপণ ও পরিবেশবিষয়ক স্ট্যান্ডিং কমিটি। ওই উদ্যোগ বাস্তবায়ন করতে ওই কমিটি ইতিমধ্যে দুটি সভা করেছে।
বি এম বরকত উল্লাহ বলেন, এ ইউপির চেয়ারম্যান ও সদস্যদের নিজস্ব অর্থায়ন এবং বন্ধু ও স্বজনদের অনুদানে ওই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একাত্তরের চেতনা ধারণ করতে প্রথম পর্যায়ে সড়কে ১ হাজার ৯৭১টি গাছ ও প্রতিটি ওয়ার্ডে ৭১টি বাড়িতে গাছ লাগানো হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ কার্যক্রম বাস্তবায়ন করতে স্থানীয় প্রায় ১০০ স্বেচ্ছাসেবী প্রতিদিন কাজ করবে।