মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী নিহত, স্বামী আহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন। আজ বুধবার আলমপুর-তারাগঞ্জ সড়কের সর্দারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া স্ত্রীর নাম রিক্তা বেগম (৩৬)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী জছিদুল ইসলাম (৪২)। দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জছিদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার, শিক্ষা কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে জছিদুল ইসলাম চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তাঁর স্ত্রী রিক্তা বেগম তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ সকাল সাড়ে আটটায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে উপজেলা পরিষদে যাচ্ছিলেন এই দম্পত্তি।

সকাল ৯টার দিকে আলমপুর-তারাগঞ্জ সড়কের সর্দারের মোড় এলাকায় পৌঁছালে সেখানে গরুর বাছুরের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বেলা ১১টার দিকে রিক্তা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল হক বলেন, মোটরসাইকেলে ওই শিক্ষক দম্পত্তি উপজেলায় আসার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে রিক্তা বেগম মারা যান। জছিদুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক।