চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

চট্টগ্রাম নগরে বজ্রসহ বৃষ্টিতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আজ বেলা সাড়ে তিনটায় প্রবর্তক মোড়েছবি : জুয়েল শীল

চট্টগ্রামে ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ ভারী বর্ষণ হচ্ছে। আজ সোমবার বেলা তিনটায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়।

ভারী বর্ষণ শুরুর সময় চট্টগ্রামের অনেক এলাকায় অন্ধকার নেমে আসে। অনেক এলাকায় বিদ্যুৎও চলে যায়।

চট্টগ্রাম নগরে বজ্রসহ বৃষ্টিতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আজ বেলা সাড়ে তিনটায় প্রবর্তক মোড়ে
ছবি : জুয়েল শীল

কিছুদিন ধরে তাপপ্রবাহের কারণে চরম ভোগান্তিতে ছিল মানুষ। এই বৃষ্টি অনেকটা স্বস্তি হয়ে আসে।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বিকেল ৪টা থেকে সোমবার বিকেল ৪টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।