চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, মধ্যরাতে সমর্থকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে সমর্থকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। গতকাল বুধবার রাত ১টার দিকেছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ওরফে খোকনকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসড়কের উত্তর পাশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সমর্থকেরা।

স্থানীয় লোকজন জানান, চাঁদাবাজি ও অপহরণ মামলায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সহস্রাধিক মানুষ প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে সড়কে অবস্থান করেন। তাঁরা গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করেছেন। এ সময় লাঠিসোঁটা হাতে অবস্থান নেওয়া লোকজন সড়কের টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষুব্ধ লোকজন রাত দুইটা পর্যন্ত সড়কে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে গেছেন। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওনার চকপাড়া মেডিকেল মোড় এলাকায় ফরচুন কেব্‌লস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের নির্মাণাধীন একটি কারখানার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলামের করা মামলায় চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হন। গতকাল মামলাটি করা হয়। এ মামলায় জাহাঙ্গীর আলম ছাড়া অন্য আসামিরা হলেন, চকপাড়া গ্রামের মো. বায়েজিদ ও মো. তাজ উদ্দিন (৫০)। এ ছাড়া আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ওই কারখানার সীমানাদেয়ালের কাজ চলছিল। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কারখানার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলামের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত মঙ্গলবার সকালে চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে কারখানায় উপস্থিত হন। এ সময় আবারও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় ওই কারখানার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলামকে মারধর করেন তাঁরা। একপর্যায়ে ব্যবস্থাপকের দুই পা ধরে টেনেহিঁচড়ে জাহাঙ্গীর আলমের গাড়িতে তুলে নেওয়া হয়। পরে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে দরজা বন্ধ করে তাঁকে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে কক্ষের দরজা খুলে দেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান প্রথম আলোকে বলেন, একটি মামলায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।