রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার দুই মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহবুবুর রাব্বানী (৪৮), জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আসজাদ হোসেন (৪৭), সদর উপজেলার বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন (৫০) এবং পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা (৫৫)।
এর মধ্যে গোয়ালন্দ মোড়ে ছাত্র আন্দোলনে হামলার মামলায় শিক্ষার্থী জিসান খানের করা মামলায় গোলাম মাহবুবুর রাব্বানীকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালন্দ থানায় এ মামলা হয়েছে। অপর তিনজনকে রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজীব মোল্লা নামের একজনের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী সদর থানার ওই মামলায় আসজাদ হোসেন এজাহারনামীয় ১২০ নম্বর আসামি এবং শেখ ফরিদ ও নুরুল ইসলামকে সন্দেহভাজন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তাঁরা জানান, গ্রেপ্তার এই চারজনকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দিয়েছেন।
অন্যদিকে সেনাবাহিনী ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মমিন শেখ (৪১)। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের কিয়ামুদ্দিন শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত সাড়ে তিনটার দিকে মানিক শেখ নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার মমিন শেখের বিরুদ্ধে থানায় মামলা শেষে আদালতের মাধ্যমে আজ বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।