বঙ্গবন্ধু টানেলের পরিত্যক্ত ওয়্যারহাউসে আগুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ওয়্যারহাউসে আগ্নিকাণ্ড। আজ বেলা আড়াইটার সময় আনোয়ারা প্রান্তেছবি: সংগৃহীত

চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ওয়্যারহাউসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার আড়াইটায়  টানেলের আনোয়ারা প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিবরণ দিয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক মং সুই নু মার্মা বলেন, আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু টানেল নির্মাণকালীন সময়ে নির্মিত ঘরগুলোয় আগুন ধরে। সেখানে শতাধিক রাসায়নিক উপকরণের ড্রাম, ফোম, কাঠ ও পরিত্যক্ত সরঞ্জাম ছিল। আগুন লাগার খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস, বানৌজা ঈসা খাঁ ও মেরিন একাডেমিসহ আটটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ব্যাপারে মডার্ন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক শোয়াইব হোসেন মুন্সি বলেন, কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে স্টকইয়ার্ডে আগুন লেগে পরিত্যক্ত মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাঁচ লাখ টাকার উদ্ধার হয়েছে।

জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, যেসব জিনিসপত্র আগুন ধরে সেগুলো পরিত্যক্ত ও মেয়াদোত্তীর্ণ। আর আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।